চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) পলাতক সক্রিয় সদস্য পলাশ ওরফে মিজানুর রহমানকে (২৮) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ ভোররাত সাড়ে ৩টার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের খাকচাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আঙ্গারিয়াপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি হামিদুর রশিদ জানান, পলাশ দুটি মামলার পলাতক আসামি। সম্প্রতি ইসলামপুরে জেএমবির একটি গোপন বৈঠকে ডিবির অভিযানে তিনি গ্রেফতার এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।
বিডি প্রতিদিন/ ১১ অক্টোবর ২০১৬/হিমেল