সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকায় র্যাব-১২ অভিযান চালিয়ে একটি শুটারগান ও এক রাউন্ড গুলিসহ রেজাউল করিম (২৬) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত রেজাউল করিম উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী গ্রামের মৃত জেলহকের ছেলে।
সলঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী রেজাউলকে আটক করে। সন্ধ্যার দিকে অস্ত্রসহ তাকে থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/ ১১ অক্টোবর ২০১৬/হিমেল