চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি নারিশ্যা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে সগির আহমেদ (২৭) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ইউনিক সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সগির আহমেদ গুরুতর আহত হন। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ১১ অক্টোবর ২০১৬/হিমেল