ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় দুই পাট ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় অপর এক ব্যবসায়ী আহত হয়েছেন।
এ ঘটনায় নিহতরা হলেন, ফটিক (৪৫) ও কাওছার সেখ (৪৬)। এদের বাড়ি ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খাগদী গ্রামে বলে জানা গেছে।
ভাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ১২ অক্টোবর ২০১৬/ হিমেল