খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে দেশিও অস্ত্র ও দু’টি কার্তুজসহ ইউপিডিএফের দুই সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মাটিরাঙ্গার ব্যাঙমারা এলাকার জ্যোতির্ময় চাকমা (১৮) ও জেলা সদরের ভাইবোনছড়া এলাকার সনাতন চাকমা (৫০)।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন টিটু জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ১০ নম্বর দুলদুলী চোরা কারবারীর বাসায় অভিযান চালানো হয়। এসময় ওই বাসা থেকে একটি বন্দুক ও দু’টি কার্তুজসহ সনাতন ও জ্যোতির্ময়কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/ ১২ অক্টোবর ২০১৬/ হিমেল