চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার থেকে ৩টি তাজা ককটেল ও ৩টি ধারালো ছোরা উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বড় দুধপাতিলা গ্রামের একটি আমবাগান থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় ঠান্ডু মিয়ার আম বাগানে লাল টেপ দিয়ে জড়ানো ৩টি ককটেল ও ৩টি ছোরা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে।
বিডি প্রতিদিন/ ১২ অক্টোবর ২০১৬/ হিমেল