নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ভোলার সদর উপজেলায় আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করা হয়েছে। উপজেলার রামদাসপুর এলাকা থেকে ৩ জন, ভোলার খাল থেকে ৬ জন ও তুলাতুলির ভাংতির খাল থেকে ২ জনকে আটক করা হয়। জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, নির্বাহী মেজিস্ট্রেট মো. কামালউদ্দিন অভিযান পরিচালনা করেন। এসময় ৪০ কেজি ইলিশ ও ৮ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
আটকদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে বলে জানান এই মৎস্য কর্মকর্তা।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে আজ (১২ অক্টোবর) থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত দেশে ইলিশ শিকার, পরিবহন, মজুত, বিক্রির ও বিক্রয়ের জন্য প্রদর্শন নিষিদ্ধ করেছে সরকার। প্রতিবছর এই সময়ে জাতীয় সম্পদ ইলিশের ডিম ছাড়ার সুযোগ নির্বিঘ্ন করতে এই নিষেধাজ্ঞা অরোপ করা হয়েছে।
বিডি প্রতিদিন/১২ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম