নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে দুই সহযোগীসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মুসলিমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে ফতুল্লার ভোলাইল এলাকা থেকে ফতুল্লা মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেপ্তাররা হলেন-চিহ্নিত মাদক ব্যবসায়ী মুসলিম (২৮), মাদক ব্যবসায়ী রহমত উল্লাহর ছেলে রনি (২৫) ও ভোলাইল এলাকার আইনুল হকের ছেলে পাভেল (২২)।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, মুসলিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মাদকের বড় চালানসহ তার আরো সহযোগীদের গ্রেফতার করা হবে।
বিডি প্রতিদিন/১২ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম