টাঙ্গাইলের কাগমারায় র্যাবের অভিযানে নিতহের দুই জঙ্গির মধ্যে এক জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে নিহত জঙ্গি আহসান হাবীব শুভর (২৪) লাশ পরিবারের পক্ষ থেকে তার বাবা আলতাফ হোসেন গ্রহণ করেন। শুভ নওগাঁর রায়নাগড় উপজেলার রাজাপুর গ্রামের আলতাফ হোসেন এর ছেলে।
নিহতের বাবা আলতাফ হোসেন জানান, তার ছেলে গত বছরের জুন মাস থেকে নিখোঁজ ছিল। দীর্ঘদিন অনেক চেষ্টা করেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। সর্বশেষ অনেক চেষ্টার পর তার ফোন নাম্বার ব্যবস্থা করে যোগাযোগের চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন।
টাঙ্গাইল মডেল থানা ওসি নাজমুল হক ভুইয়া জানান, আমাদের কাছে পরিবারের লোকজন আসলে হস্তান্তর কপিতে স্বাক্ষর করে লাশ বুঝে নেন নিহত আহসান হাবীবের বাবা।
বিডি প্রতিদিন/ ১২ অক্টোবর ২০১৬/ হিমেল