মেহেরপুরের গাংনী পৌর এলাকা ভিক্ষুক মুক্তকরণ, তাদের কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন উপলক্ষে ভিক্ষুক সমাবেশ হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে পৌরসভার হলরুমে এ সমাবেশ হয়।
গাংনীর পৌর মেয়র আশরাফুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক পরিমল সিংহ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উজ জামান, বিশিষ্ট সামাজিক সংগঠক ও ফুলকুড়ি শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলাম ও উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মনোয়ার হোসেন।
এ সময় অনেকের মধ্যে পৌরসভার প্যানেল মেয়র নবীর উদ্দীন, ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-দুই সাইদুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, মিজানুর রহমান, রবিউল ইসলাম, আছেল উদ্দীন, বদরুল ইসলাম বুদু, বাবুল আক্তার বাবলু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীনা খাতুন, মলিদা খাতুন রংমালা ও ফিরোজা খাতুন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ১২ অক্টোবর ২০১৬/ সালাহ উদ্দীন