তিন পার্বত্য জেলায় দুই দফায় ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে পাঁচটি বাঙালিভিত্তিক সংগঠন। সংগঠনগুলো হলো- পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা এবং রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা হরতাল পালনের কথা রয়েছে।
সংগঠনগুলোর প্রতিনিধি অ্যাডভোকেট আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বিডি প্রতিদিন/ ১২ অক্টোবর ২০১৬/ সালাহ উদ্দীন