বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের উত্তর মুন্সিরতাল্লুক গ্রামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় উত্তর মুন্সিরতাল্লুক সার্বজনীন দুর্গা মন্দিরের উদ্যোগে সংলগ্ন মাছের ঘেরে বুধবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
বিভিন্ন এলাকা থেকে আগত ৮টি দল নৌকা বাইচে অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অধিকার করেন মুন্সিরতাল্লুক গ্রামের সভারঞ্জন মন্ডলের দল, দ্বিতীয় হন বারপাইকা গ্রামের গৌতম রায়ের দল, তৃতীয় হন সাতলা গ্রামের মজিদ শাহ্’র দল এবং চতুর্থ স্থান অধিকার করেন মুন্সিরতাল্লুক গ্রামের কৃষ্ণকান্তের দল।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু। এ সময় উপস্থিত ছিলেন সার্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু সচিন্দ্র নাথ বাড়ৈ, ইউপি সদস্য বাদল বিশ্বাস, সমাজ সেবক ডা. সুভাষ চন্দ্র বিশ্বাস ও রবীন্দ্র নাথ গাইন।
বিডি প্রতিদিন/ ১২ অক্টোবর ২০১৬/ সালাহ উদ্দীন