নাটোরে অর্থের লোভে অবৈধভাবে নাবালিকা কনের বয়স বৃদ্ধি ও বিয়ের কাগজপত্র তৈরির অভিযোগে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে এক সহকারী কাজীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের কাজীর সহকারী ও বালুচড়া জামে মসজিদের ঈমাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, কাজীর সহকারী আবু বক্কর সিদ্দিক বিকেলে ১৫ হাজার টাকার বিনিময়ে নাবালিকা কনের বয়স বৃদ্ধি ও বিয়ের কাগজপত্র তৈরি করে দেবেন মর্মে কনের অভিভাবকের সঙ্গে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন।
খবর পেয়ে পুলিশ নিয়ে সদর উপজেলার দিয়ারভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে নিকাহ রেজিস্টার, তালাক রেজিস্টার, বিভিন্ন ব্যক্তির ছবি, জাতীয় পরিচয় পত্র ও হলফনামা জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/ ১২ অক্টোবর ২০১৬/ সালাহ উদ্দীন