খুলনার খালিশপুর বিটিসিএল অফিসের সামনে ছুরিকাঘাতে নাদিম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় মেহেদী নামে আরো একজন গুরুতর জখম হয়েছেন।
জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে নাদিম স্থানীয় শাহাদাতের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় তার মাদক ব্যবসায়ী নজরুলসহ কয়েকজন এসে নাদিমকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এ মজুমদার