ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া পোয়া পুকুরের পশ্চিম পাড়ের একটি বাড়ি থেকে রিতা মনি (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ওই এলাকার মোস্তাকিম মিয়ার স্ত্রী।
জানা যায়, রিতা মনির লাশটি তার রুমের বৈদ্যুতিক পাখার সাথে ঝুলন্ত অবস্থায় ছিল। পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
গৃহবধূর মৃত্যুর ঘটনাটি হত্যা নাকি অাত্মহত্যা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান।
বিডি-প্রতিদিন/এ মজুমদার