বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় 'মা ইলিশ রক্ষা'র বিশেষ অভিযান চালিয়ে ২৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচ লাখ মিটার অবৈধ কারেন্ট জালও জব্দ করা হয়েছে। বুধবার রাতে বরিশাল বিভাগীয় মৎস্য অফিসের সিনিয়র সহকারি পরিচালক এ খবর জানান।
জানা যায়, বুধবার সন্ধ্যা পর্যন্ত চলা এ অভিযানে ২৫ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত আটক জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। এ সময়ে বিভাগের বিভিন্ন নদী থেকে প্রায় পাঁচ লাখ মিটার অবৈধ জালও জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/এ মজুমদার