ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর এলাকা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কমকর্তা নাজিমউদ্দিন আহমেদ।
স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যা করার পর স্বামী আত্মহত্যা করে থাকতে পারেন। পুলিশ বলছে, লাশের সুরতহাল রির্পোটের পরই আসল ঘটনা জানা যাবে।
স্থানীয়রা জানান, শিবরামপুর এলাকার মুদি দোকানী মোনছের শেখের লাশ সকালে বাড়ীর পার্শ্ববর্তী একটি কাঁঠাল গাছে ঝুলতে দেখেন তারা। মোনছের শেখের ঘরে ঢুকে তার স্ত্রী জাহানারা বেগমের লাশ বিছানায় পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, পারিবারিক কহলের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। স্ত্রী জাহানারা বেগমের শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলেও জানান তারা।
খবর পেয়ে পুলিশ ও র্যাবের ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডি-প্রতিদিন/১৩ অক্টোবর, ২০১৬/মাহবুব