লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মেঘনা নদীতে মাছ না ধরার অঙ্গীকার নিয়ে তালিকাভূক্ত তিন শতাধিক জেলে র্যালি করেছেন। বৃহস্পতিবার সকালে ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের আখন বাজার থেকে হাজীমারা স্লুইস গেটে গিয়ে র্যালিটি শেষ হয়।
র্যালি শেষে পথসভায় চরলক্ষ্মী মৎসজীবী সমিতির সভাপতি মনোয়ার হোসেন মনু মাঝির সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ্, মিন্টু ফরায়েজী, ২নং চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার, সমিতির নেতা জাকির হোসেন বেপারী ও মোহাম্মদ আলী প্রমুখ।
বক্তারা জেলেদেরকে গতকাল বুধবার থেকে ২২ দিন নদীতে মাছ না ধরার জন্য শপথ বাক্যে পাঠ করান।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর, ২০১৬/ফারজানা