ঝালকাঠির নলছিটি উপজেলায় গৃহকর্মীকে (১৪) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জেলা বিএনপির জলবায়ুবিষয়ক সম্পাদক কবির হোসেন জমাদ্দারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রবিবার ঝালকাঠি নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ রমনী রঞ্জন চাকমা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।
ঝালকাঠি আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মান্নান রসূল জানান, গত ১৬ ফেব্রুয়ারি ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর আদালতে কবির হোসেন জমাদ্দারের বিরুদ্ধে ওই গৃহকর্মী নিজেই ধর্ষণের অভিযোগ তুলে অভিযোগ দায়ের করে। বিচারক নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। ১৮ ফেব্রুয়ারি নলছিটি থানায় অভিযোগটি এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) করা হয়। গত ২২ জুলাই নলছিটি থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান তদন্ত শেষে কবির হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আজ আদালতের বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
নলছিটি থানার ওসি এ কে এম সুলতান মাহমুদ বলেন, ঘটনার পর থেকেই কবির হোসেন পলাতক রয়েছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/১৩