আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।
আজ রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রুলসহ এ আদেশ দেন।
ভোটার তালিকা ত্রুটিপূর্ণ উল্লেখ করে গত সপ্তাহে হাইকোর্টে রিট আবেদনটি করেন ওই এলাকার ভোটার আলী হোসেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/২০