চলতি বছরে অনুষ্ঠিত নোয়াখালীর ৮টি উপজেলায় ইউপি নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ স্থগিত হওয়া ১৩০ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার সকাল ৮টায় একযোগে এ ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এরমধ্যে সদর, বেগমগঞ্জ, সেনবাগ ও কোম্পানীগঞ্জ উপজেলার ২২ ইউনিয়নে চেয়ারম্যান পদে চূড়ান্ত ফলাফল জানা যাবে।
স্থগিত ভোটকেন্দ্রের মধ্যে সূবর্ণচর উপজেলায় ২টি, কোম্পানীগঞ্জ উপজেলায় ৮টি, কবিরহাটে ১টি, চাটখিলে ৯টি, সোনইমুড়িতে ১৬টি, বেগমগঞ্জে ৫৬টি, সদর উপজেলায় ১১টি ও সেনবাগে ২৭টি কেন্দ্র রয়েছে।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসেন জানান, ৩১ অক্টোবর অনুষ্ঠেয় ৮ উপজেলার ১৩০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্র নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারাও কেন্দ্রে অবস্থান করছেন।
জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ জানান, সুষ্ঠু ভোটগ্রহণে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি টহলে থাকবে।
২২ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত ছয় ধাপে নোয়াখালীর ৯টি উপজেলায় ৯১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্যাপক গোলযোগ, ব্যালট পেপার ছিনতাই, একাধিক লোক আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটে। ফলে জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন কমিশন ১৩০টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে।
বিডি প্রতিদিন/ ৩১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম-১২