কুষ্টিয়ার কবুরহাটে পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' জেএমবির আঞ্চলিক কমান্ডার কুলু মোল্লা (৩০) নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ২রাউন্ড গুলি ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম।
তিনি বলেন, জেএমবি সদস্যদের গোপন বৈঠকের খবর পেয়ে রাতে শহরতলীর কবুহাটের একটি চাতালের পেছনে যায় পুলিশ একটি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবি সদস্যরা গুলি ছুঁড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এসময় তারা পিছু হটতে বাধ্য হয়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, পরে খোঁজ নিয়ে জানতে পারি নিহত ব্যক্তি জেএমবির আঞ্চলিক কমান্ডার কুলু মোল্লা এবং শহরতলীর খাজানগর এলাকার বাসিন্দা। এছাড়া কুলু মোল্লা কুষ্টিয়ার আলোচিত হোমিও চিকিৎসক ডা. সানোয়ার হত্যা মামলার অন্যতম আসামি।
পুলিশের দাবি বন্দুকযুদ্ধে উপ পরিদর্শক (এসআই) হালিম, সহকারী উপ পরিদর্শক (এএসআই) রশিদ ও আনোয়ারসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৬/ এনায়েত করিম-১৭/মাহবুব