সাতক্ষীরা সদর উপজেলার ৭নং আলীপুর ইউনিয়ন পরিষদের স্থগিত ৪ কেন্দ্রের পুনঃনির্বাচন ফের স্থগিত করেছে হাইকোট। আগামীকাল মঙ্গলবার এসব কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের দৈত বেঞ্চে এক রিট পিটিশন দাখিল করেন প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। এরই প্রেক্ষিতে জেলা রির্টানিং অফিসার রাতে এই নির্বাচন বন্ধ রাখার নির্দেশ দেন।
তবে বাকি ৫টি ইউনিয়নের ১০টি কেন্দ্রে যথারীতি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিগত ২২ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সহিংসতা, জাল ভোট প্রদান, ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার ৭নং আলীপুর ইউনিয়নের ৪, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের চারটি কেন্দ্রসহ জেলার মোট ৬টি ইউনিয়নের ১৪টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে ওই সকল কেন্দ্রের ভোট সম্পূর্নরুপে বাতিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। এরপর পুনঃতফশিলের মাধ্যমে স্থগিত ১৪টি কেন্দ্রে নির্বাচনের পুনরায় দিন ছিল ৩১ অক্টোবর।
জেলা নির্বাচন অফিসার কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উচ্চ আদালতের নির্দেশে আলীপুর ইউনিয়ন পরিষদের স্থগিত ৪ কেন্দ্রের পুনঃ নির্বাচন ফের স্থগিত করা হয়েছে। ভোট গ্রহনের জন্য নির্বাচন সংক্রান্ত মালামাল নিয়ে যে সমস্ত কর্মকর্তাদের সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হয়েছিল ইতিমধ্যে তাদেরকে মালামালসহ ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/মাহবুব-০৫