সংঘর্ষের কারণে ঠাকুরগাঁওয়ে স্থগিত হওয়া ৬টি ইউনিয়নে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোশুরু হয়েছে ভোট গ্রহন। ভোটাররা লাইনে দাড়িয়ে গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী ২টি উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৬টি কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা মোতায়েনের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
দু'টি উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য ১৮ জন, সংরক্ষিত সদস্য পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানকার মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯ জন।
উল্লেখ্য, শুধুমাত্র সদর উপজেলার নারগুন ইউনিয়নের একটি কেন্দ্র স্থগিত হওয়া চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। আর সদরের রহিমানপুর ইউনিয়নের একটি কেন্দ্র এবং বালিয়াডাঙ্গী উপজেলার ৪টি কেন্দ্রে সাধারণ সদস্য ১৮ জন, সংরক্ষিত সদস্য ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/মাহবুব-০৯