যৌন হয়রানির প্রতিবাদ করায় সুনামগঞ্জের মল্লিকপুরে কবির মিয়া (৩২) নামক এক যুবকের হাত পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে। কবির মিয়া সদর উপজেলার মল্লিকপুরের মৃত তছকির আলীর ছেলে।
গুরুতর আহত কবিরকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রাত দেড়টায় দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা সদর ইউনিয়নের মল্লিকপুরের নাহিদ (২২) প্রায়ই মাতাল হয়ে পাড়ার নারীদের সঙ্গে অশালীন আচরণ করতেন। এ নিয়ে প্রতিবাদ করায় নাহিদ দা দিয়ে এলোপাতাড়ি কোপায় কবিরকে। পরে তার হাত পায়ের রগ কেটে দেয় নাহিদ।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. হারুন অর রশীদ চৌধুরী জানান, ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠিয়েছিলাম। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/ফারজানা-০৬