মাদারীপুরে স্থগিত হওয়া ঘটমাঝি ও আলীনগর ইউনিয়ন পরিষদে সোমবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে নিরাপত্তার জন্যে নেয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা বেষ্টনি।
ভোট জালিয়াতি ও অনিয়মের অভিযোগে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ও কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এরমধ্যে ঘটমাঝিতে চেয়ারম্যান পদে ও আলীনগরে ইউপি সদস্য এবং সংরক্ষিত সদস্য পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিটি ওয়ার্ডে থাকছে একজন করে ম্যাজিস্ট্রেট। এছাড়া পুলিশ, আনছার, দুই প্লাটুন বিজিপি, র্যাব ও স্ট্রাইকিং ফোর্স থাকবে সার্বক্ষণিক।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা আছে।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/ফারজানা-০৯