পঞ্চগড়ে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে চলছে নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।সাবেক ছিটমহলবাসীরা জীবনে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। এ বিষয়টিই পঞ্চগড়ের এই নির্বাচনে দিয়েছে ভিন্ন মাত্রা।
সোমবার সকাল ৮টায় পঞ্চগড়ের সদর, বোদা ও দেবিগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নের ৮১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সাবেক ছিটমহল সংলগ্ন ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
সকাল থেকেই পুকুরীডাংগাসহ সাবেক ছিটমহল সংলগ্ন বিভিন্ন কেন্দ্রে নারী ও পুরুষ উভয় বুথে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এই নির্বাচনে বিলুপ্ত ছিটমহলগুলোকে আটটি ইউনিয়নে সংযুক্ত করা হয়েছে। প্রায় নয় হাজার নতুন বাংলাদেশি নাগরিক এই প্রথম তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/ফারজানা-১৩