যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের রানিয়ালি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি হামলায় ৬ জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নৌকা প্রতীকের সমর্থক কয়েকজন ব্যক্তি রানিয়ালি কেন্দ্রের সামনে গিয়ে আনারস প্রতীকের সমর্থক তিনজনকে ছুরিকাঘাত করে আহত করে। আহতরা হলেন অবনী তরফদার, কৃষ্ণ মণ্ডল ও নরহরি মণ্ডল। সাথে সাথে তাদেরকে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এদিকে, খবর পেয়ে আনারস প্রতীকের সমর্থকরা হামলাকারীদের ধাওয়া দিলে তারা পাশের গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেয়। সেখানে এলাকাবাসী তিনজনকে গণপিটুনী দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। গণপিটুনীর শিকার তিনজনের নাম জানা যায়নি। তিনজন ছুরিকাহত হওয়ার ঘটনা শিকার করেছেন রানিয়ালি কেন্দ্রে দায়িত্বরত এসআই কামরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/মাহবুব-১৮