লক্ষ্মীপুরে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে বিক্ষিপ্ত সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বিএনপি সমর্থিত এক চেয়ারম্যান প্রার্থী ও এক আওয়ামী লীগ কর্মী আহত হন।
এদিকে জেলার বিভিন্ন ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও জাল ভোট দেয়ার অভিযোগে ৮ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, জেলার কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের দারুল উলুম মাদ্রাসা ভোটকেন্দ্র এলাকায় সকাল ১১টার দিকে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ডা. আলী আহাম্মদের ওপর হামলাসহ আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। এ সংঘর্ষে আবুল খায়ের নামের এক নৌকা সমর্থকও আহত হন। ওই কেন্দ্র থেকে নৌকার এজেন্ট মেজবাহ উদ্দিন, একই উপজেলার চর লরেন্স ইউনিয়নের দক্ষিন চর লরেন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে মারুফ হোসেন, আজাদ উদ্দিন, শুকরা বেগম, নয়ন আক্তার, আবু তাহের ও সদর উপজেলার টুমচর ইউনিয়নের পশ্চিম কালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ২ জনসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়। ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও জাল ভোট দেয়ার সময় তাদের আটক করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট রিটানিং অফিসাররা।
উল্লেখ্য, জেলার কমলনগরের চর মার্টিন ও চর লরেন্স ইউনিয়ন এবং বিভিন্ন ধাপের ইউপি নির্বাচনে বন্ধ ঘোষিত সর্বমোট ৩৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৬/ আফরোজ