গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটী গ্রামে বোরহান উদ্দিন (২৫) নামে একজনের বিরুদ্ধে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বোরহান উদ্দিন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শিবহাটা গ্রামের ওমর আলীর ছেলে। আজ দুপুরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাকে আটক করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, শিশুটির বাড়ি নেত্রকোণা জেলা শহরে। তারা বাবা শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটী গ্রামের ইয়াসিন আলীর বাড়ির ভাড়াটিয়া ও স্থানীয় পোশাক কারখানার শ্রমিক। রবিবার সন্ধ্যায় ওই বাড়ির লোকজন বাড়ির বাইরে ছিল। এ সময় একই বাড়ির ভাড়াটিয়া বোরহান শিশুটিকে ঘরের পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/10