পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় পর্যটকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ বিকালে মোটরসাইকেল যোগে পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে ফেরার পথে মোস্তফাপুরে এক পথচারীকে রক্ষা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মো.এনায়েত (৪৫), অশ্রু (২০) ও পথচারী নবিন হোসেন (৫০)।
স্থানীয়রা আহতদের তাক্ষণিকভাবে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করান। আহতদের মধ্যে মো. এনায়েত ও অশ্রুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার