ময়মনসিংহে প্রার্থীর নির্বাচন বর্জন, কেন্দ্র দখল, ধাওয়া পাল্টা ধাওয়া ও ২জনকে কারাদণ্ড দেয়ার মধ্য দিয়ে স্থগিত ৭ কেন্দ্রের উপ-নির্বাচন সম্মুন হয়েছে।
সোমবার সকাল ৮ টা থেকে এসব ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলে বিকেল ৪ টা পর্যন্ত।
এগুলো হল, ত্রিশালের ৫নং বালিপাড়া ইউনিয়নের বিয়ারা পাটুলি রহমত উলাহ উচ্চ বিদ্যালয়, বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪নং কানিহারি ইউনিয়নের থাপন হালা কেন্দ্র। ফুলবাড়িয়া উপজেলার ৩ নং কুশমাইল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ও ১৩ নং ভবানীপুর ইউনিয়নের ১ নং ওয়াডের্র স্থগিত ভোট কেন্দ্র। এবং গফরগাঁও উপজেলার স্থগিত হওয়া স্থানীয় সালটিয়া ইউনয়নের পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিগুয়ারী ইউনিয়নের পাতলাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র।
জানাযায়, ফুলবাড়ীয়া উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে জাল ভোট দেয়ার অভিযোগে সোমবার দুপুরে ইউসুফ আলী (২৪) ও সাইফুল ইসলাম (২৪) নামে দুই জনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া সিদ্দিকা। এ সময় কেন্দ্র করে সিল মারার অভিযোগে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এম এ জব্বার (চশমা) ভোট বর্জনের ঘোষণা দেন।
এছাড়াও ত্রিশালের ৪নং কানিহারী ইউনিয়নের স্থগিত থাপনহালা কেন্দ্রে মারামারির ঘটনা ঘটেছে। স্বতন্দ্র প্রার্থীর ছোট ভাই স্বপনকে কুপিয়ে জখম ও এজেন্টকে বের করে দেয়ার ঘটনা ঘটে।
এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, মারামারি ঘটনা শুনেছি। এতে ভোট গ্রহণে কোন প্রভাব পড়েনি।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন-০৯