দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাসের চাপায় সেভেন মাহাত (৩৬) নামে এক ভ্যান চালক ও পুরণ মাহাত (৩৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সেভেন মাহাত ঘোড়াঘাট উপজেলার চক কাটাল গ্রামের সাধন মাহাতের ছেলে এবং পুরণ মাহাত একই এলাকার মন্টু মাহাতের ছেলে। আজ বিকেল ৫টায় ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘোড়াঘাট থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, আজ বিকালে ব্যাটারী চালিত ভ্যান নিয়ে চালক সেভেন মাহাত এবং যাত্রী পুরণ মাহাত উপজেলার ডুগডুগি বাজার হতে উসমানপুর যাচ্ছিল। পথে একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলে ভ্যানের চালক এবং যাত্রী দুজনই মারা যায়।
ঘোড়াঘাট থানার ওসি মো. নুরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/12