পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে ধর্ষকের ফাঁসির দাবিতে এলাকাবাসী আজ মানববন্ধন করেছে পার্বতীপুর উপজেলার জমিরহাট বাজারে। এলাকার শতশত মানুষ প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে।
উলেখ্য, গত ১৮ অক্টোবর মঙ্গলবার দিনাজপুরের পার্বতীপুরে জমিরহাট গ্রামে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করে একই এলাকার জহুর উদ্দীনের পুত্র সাইফুল ইসলাম। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭সদস্যের মেডিকেল টিম গঠন করে শিশুটির চিকিৎসা করা হচ্ছে।
ঘটনার পর শিশুটি পিতা সাইফুল ইসলাম ও আফজাল হোসেন নামে দু'জনকে আসামি করে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। ২৪ অক্টোবর দিবাগত রাতে দিনাজপুর শহরের বড় ময়দান এলাকা থেকে প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। ২৭ অক্টোবর বৃহস্পতিবার পুলিশ সাইফুল ইসলামকে ৭দিনের রিমান্ডে নেয়। মামলার অপর আসামি আফজাল হোসেনকে আজও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার