বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে নোয়াখালীর ৪৮টি ইউনিয়নের ১২৪টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে।
অনিয়ম ও জাল ভোটের অভিযোগে সেনবাগের নবীপুর ইউনিয়নের নলদীয়া ভোট কেন্দ্রে ভোট স্থগিত করে নির্বাচন কর্মকর্তা। এ ছাড়া জাল ভোটের অভিযোগে একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রাজারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি স্থগিত করে।
অপরদিকে জাল ভোট ও অনিয়মের অভিযোগে বেগমগঞ্জের রসুলপুরে বিএনপি প্রার্থী নুর নবী চৌধুরী ভোট বর্জন করে। মোহাম্মদপুর ইউনিয়নের তিনপুকুরিয়া আলতুমিয়া মাদ্রাসা কেন্দ্রে বিকালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে ককটেল বিষ্ফোরণ করলে কামাল হোসেন নামে এক পুলিশ সদস্য আহত হয়।
অন্যদিকে বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের মহেশপুর কেন্দ্রে গ্রাম পুলিশ ইব্রাহিম খলিল গুলিবিদ্ধ হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। রবিবার রাতে মহেশপুর কেন্দ্র এলাকায় নির্বাচনী দায়িত্ব পালন কালে কতিপয় দুর্বৃত্ত কেন্দ্রে প্রবেশে চেষ্টা কালে তাদেরকে বাধা দিলে তর্ক বিতর্কের এক পর্যায়ে তার ইব্রাহিমের পায়ে গুলি করে। সহকারী পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দু'একটি বিছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠ হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন-১৩