ময়মনসিংহের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেশি বিজয়ী হয়েছেন।
ত্রিশালের কানিহারি ইউনিয়নে আ’লীগ দলীয় প্রার্থী আশরাফ আলী উজ্জ্বল। বালিপাড়ায় গোলাম মো: বাদল, ফুলবাড়িয়ার রাঙামাটিয়া ইউনিয়নে সালিনা চৌধুরী সুষমা, কুশমাইল ইউনিয়ন থেকে শামসুল হক। ভালুকার হবির বাড়ি ইউনিয়ন থেকে আ’লীগের প্রার্থী তোফায়েল আহমেদ বাচ্ছু, ফুলপুরের সিংহেশ্বর ইউনিয়ন থেকে আব্দুল মোতালেব বিএনপি’র বিদ্রোহী হয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের সূত্রে এসব তথ্য জানা যায়।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন-১৫