বরিশালের আগৈলঝাড়ার পয়সারহাট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনায় পড়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর চতলবাড়ি পয়েন্টে বালুবাহি একটি বলগেটের সাথে মুখোমুখি সংঘর্ষে ঢাকাগামী এমভি যুবরাজ-১ এর তলা ফেটে যায়। এ দুর্ঘটনায় বলগেটটির তলাও ফেটে যায়। দুর্ঘটনার পরপরই ক্ষতিগ্রস্থ লঞ্চ ও বলগেটটি তরিঘরি করে সংলগ্ন চরে ঠেকিয়ে দেয়। এতে রক্ষা পায় লঞ্চে থাকা ২ শতাধিক যাত্রী ও বলগেটটি।
বরিশাল নদী বন্দরের পরিদর্শক মো. রিয়াদ হোসেন জানান, ঢাকাগামী এমভি যুবরাজ-১ লঞ্চে শতাধিক যাত্রী ছিলো। সন্ধ্যা নদীতে বলগেটের সাথে মুখেমুখি সংঘর্ষে লঞ্চের তলা ফেটে যায়। পরে একই কোম্পানির আরেকটি লঞ্চে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার/18