যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় নারী, পুরুষ ও শিশুসহ ১৫ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ভারতীয় অংশের ইছামতি নদী পার হয়ে আসার পথে বেনাপোল সীমান্তের দৌলতপুর মাঠ থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটকদের মধ্যে দুই শিশু, পাঁচ নারী ও আটজন পুরুষ। তাদের বাড়ি চট্টগ্রাম, সাতক্ষীরা, খুলনা ও যশোর জেলার বিভিন্ন অঞ্চলে বলে জানা গেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেনাপোলের দৌলতপুর থেকে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় পাচারকারীরা।
২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের নায়েক সুবেদার আজমত খান বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হবে।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন-০৪