ময়মনসিংহের ভালুকায় পিকআপচাপায় চার শ্রমিক নিহত ও আরও সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলাধীন কাঠালী রাসেল স্পিলিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আশরাফ উদ্দিন (২৫), আনোয়ার সিকদার (২২) ও আমেনা খাতুন (২৭)। বাকিদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাদেরকে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হতাহতরা কাঠালী রাসেল স্পিলিং মিলের শ্রমিক।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ০১ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-২