চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে এই মেলার উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. মঞ্জুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি মো. আব্দুল ওয়াহেদ ও আয়কর উপদেষ্টা অ্যাডভোকেট কে.এম লুৎফর রহমান ফিরোজ।
মেলায় টিআইএন রেজিস্ট্রেশন, রি-রেজিস্ট্রেশন, নতুন টিআইএন খোলা, আয়কর জমা দেয়াসহ বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। মেলায় আয়কর দাতাদের সুবিধার্থে সোনালী ব্যাংকের অস্থায়ী কাউন্টার রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৩