সারাদেশে একযোগে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। এ বছর নেত্রকোনা জেলার ৩ ক্যাটাগরির মোট ৩৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩৬ হাজার ৬৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এরমধ্যে ছেলে শিক্ষার্থী মোট ১৮ হাজার ৫৭২ এবং মেয়ে শিক্ষার্থী ১৮ হাজার ৬১ জন।
জেএসসি মোট শিক্ষার্থী ২৯,৪০৪ জন, জুনিয়র দাখিল মাদ্রাসার ৪ হাজার ৫৭৬ জন ও ভোকেশনাল ২ হাজার ৬৫৩ জন অংশগ্রহণ করেছে। জেলার মোট ৮৮টি কেন্দ্র ও ভেন্যুতে শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে। তারমধ্যে মূল কেন্দ্র ৪৬টি এবং ভেন্যু কেন্দ্র ৪২টি।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৪