'আত্মকর্মী যুব শক্তি, টেকসই উন্নয়নের মূল ভিত্তি' স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। এতে জেলার বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন-১১