মৌলভীবাজারের রাজনগর উপজেলার মহোলাল এলাকায় প্রাইভেট কারের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৯টায় দিকে মৌলভীবাজার থেকে রাজনগরগামী সিএনজি অটোরিক্সার সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিএনজি যাত্রী রাজনগর উপজেলার প্রেমনগর গ্রামের দুই সহোদর আলম মিয়া ও আজাদ মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্য আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে সিএনজি চালক শাহীন মিয়াও মারা যান।
রাজনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার