ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ৭নং বামনী ইউনিয়নে এক ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। ওই নেতার নাম নূরন্নবী সুজন। বামনী ইউনিয়নের পাঠান বাড়ির দরজা নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের সূত্র ধরে একই ইউনিয়নের যুবদলের যুগ্ন-আহবায়ক খোরশেদ আলম ও তার অনুসারীরা অতর্কিত সুজনের উপর হামলা করে। এতে সুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা নূরন্নবীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
এদিকে নূরন্নবী সুজনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়ন ছাত্রলীগ। সমাবেশে বক্তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
বিডি প্রতিদিন/১ নভেম্বর, ২০১৬/ফারজানা-০৩