জেডিসি পরীক্ষায় নকলে সাহায্য করায় বাগেরহাটের মোরেলগঞ্জে মো. হাবিবুর রহমান নামে এক মাদ্রাসা শিক্ষকের তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মোরেলগঞ্জ সদরের রওশনআরা মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে দুপুর ১২টার দিকে নকলে সাহায্য করতে গিয়ে ধরা পড়েন ওই শিক্ষক। এ ঘটনায় অভিযুক্ত ওই ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে।
হাবিবুর রহমান বি.এস ওয়াহেজিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক। কেন্দ্র সচিব মাওলানা ফখরুল ইসলাম বলেন, নিজ মাদ্রাসার ছাত্রীকে নকল সরবরাহ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
মোরেলগঞ্জে চারটি কেন্দ্রে জেএসসি ও দুইটি কেন্দ্রে জেডিসি পরীক্ষায় মোট চারহাজার ৯২৭জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
বিডি প্রতিদিন/১ নভেম্বর, ২০১৬/ফারজানা-০৪