চাঁপাইনবাবগঞ্জে আজ শনিবার ৪৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাহনেয়ামতুল্লাহ কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে কলেজ অডিটোরিয়ামে চাঁপাইনবাবগঞ্জ জেলা কেন্দ্রীয় বহুমুখী সমিতির সভাপতি আলহাজ মো. রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান। এসময় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু জাফর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদ হোসেন খাঁন, শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম, জেলা সমবায় অফিসার মুহা. ওয়াসিউল হক, সমবায়ী মো. ইয়াহিয়া বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভা ও র্যালিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন সেচ প্রকল্প ও সমবায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ০৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৫