মেহেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে নুহু মন্ডল (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
শনিবার সন্ধ্যায় সদর উপজেলার বুড়িপোতা গ্রামে এই হামলার পর দিবাগত রাত একটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুহু মন্ডল। তিনি বুড়িপোতা গ্রমের মৃত ওলি মন্ডলের ছেলে।
আহতরা হলেন নিহত নুহু মন্ডলের স্ত্রী ওলিফা খাতুন, মেয়ে শ্যামলী আক্তার ও ভাই ফিরোজ মন্ডল।
মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সন্ধ্যার দিকে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মিনা ও আনারের নেতৃত্বে ৬ জনের একটি দল নুহু মন্ডলকে বাড়ির পাশে কুপিয়ে আহত করে। এ সময় নুহুকে বাচাঁতে এগিয়ে গেলে তার স্ত্রী, মেয়ে ও ছোট ভাইকেও কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে মারা যান নুহু মন্ডল।
তিনি আরও জানান, মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৬/মাহবুব