নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ী গ্রাম থেকে পারভীন আখতার (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১০ টায় লাশটি উদ্ধার করা হয়। মৃত পারভীন ওই গ্রামের ইসরাফিল আলমের স্ত্রী।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে পারভীনকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে ইসরাফিল তার স্ত্রীকে হত্যা করে লাশটি ঝুলিয়ে রেখেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার