মাদারীপুরের কালকিনি উপজেলায় ব্যাপক অনিয়মের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে জেএসসি পরীক্ষা। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজ স্কুল ভবনেই কেন্দ্র প্রতিষ্ঠা করে, নিজ স্কুলের শিক্ষকদের গার্ডে রেখে স্কুল প্রধানকে কেন্দ্র সচিব করে নেয়া হচ্ছে পরীক্ষা। ফলে পরীক্ষায় নিজ স্কুলের শিক্ষার্থীদের অসাধুপায় অবলম্বনে সংশ্লিষ্ট শিক্ষকরা সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে। আর এতে করে চরম ক্ষোভ প্রকাশ করেছে উপজেলার অন্যান্য স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ রায় বলেন, কি ভাবে সেখানে নিজ ভবনে নিজ স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র হলো, আমি তা বলতে পারব না। তবে এটি ইউএনও স্যার ভাল বলতে পারবেন।
ইউএনও শাম্মী আক্তারের সাথে মোবাইলে কথা বললে তিনি বলেন, আমি ব্যস্ত আছি। এ ব্যাপারে আপনাদের সাথে পরে কথা বলব।
বিডি প্রতিদিন/এ মজুমদার