পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রেজাউল (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। আজ সকাল ৮টার দিকে উপজেলার শেরপুর দোতলা মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের পূর্ব ঢাকুলা কাপাসিকোপা গ্রামের সোলায়মান প্রামাণিকের ছেলে। তিনি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণাধীন ৩য় ইউনিটের (২৭৫ মেগাওয়াট) একজন শ্রমিক।
বড়পুকুরিয়া (পার্বতীপুর) পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) ফেরদৌস জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করে হাবড়া ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/10